শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্কঃ / ২৭৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা পদত্যাগ করতে যাচ্ছেন।দলীয় সূত্রে জানা যায় সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি। এ কারনে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের এক বছরের মাথায় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।গেল বছর সেপ্টেম্বর মাসে শিনজো অ্যাবে স্বাস্থ্য জনিত কারনে পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সুগা।

এক জরিপে দেখা গেছে এ বছরের সাধারন নির্বাচনের আগে কোভিড-১৯ এর প্রভাবে সুগার ৩০ শতাংশের নিচে তার জনপ্রিয়তা নেমে এসেছে। আগামী ২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন দল এলডিপি’র নেতা নির্বাচন করা হবে। এই নির্বাচনে যিনিই জিতবেন তিনিই হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী।কারন পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপি’র সংখ্যা গরিষ্ঠতা রয়েছে।আগামী ১৭ অক্টোবর জাপানে সাধারন নির্বচন অনুষ্ঠিত হতে পারে।
শুক্রবার স্থানীয় গণমাধ্যমে কিয়োডো নিউজের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছেন রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর