সাভার আশুলিয়ায় থানায় ব্যবসায়ীকে কুপিয়ে যখমের ঘটনায় কিশোর গ্যাং এর ২ সদস্যকে আটক করেছে পুলিশ।ওই কিশোর গ্যাং এর সদস্যরা আহত ব্যবসায়ীর নিকট লক্ষাধিক টাকা চাঁদা না পেয়ে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা। এ ঘটনায় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ- পরিদর্শক (এস আই) সামিউল ইসলাম। এর আগে সোমবার রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকায় ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।
এলাকাবাসী জানায়- দীর্ঘদিন ধরে আশুলিয়ার আকিজ কোম্পানির প্লাস্টিক ডিলারের দায়িত্ব পালন করে আসছিলেন রাসেল খান নামের ( ৩৫ ) এক ব্যবসায়ী। পরে ব্যবসা করতে হলে প্রকাশ্যে তার কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করে কিশোর গ্যাং সদস্যরা। এক পর্যায়ে ২৬ আগস্ট রাতে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে কিশোর গ্যাং সদস্য আফজাল, শাহেদ মীর ও সিমি শিমুলতলা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত ভেবে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আই সিইউ ) ভর্তি করে। সেখানে তার চিকিৎসা সেবা চলছে।
এঘটনায় ওই ব্যবসায়ীর বাবা আবু দায়েন খান কিশোর গ্যাং সদস্য সদস্য আফজালকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ প্রধান আসামি কিশোর গ্যাং সদস্য আফজাল ও শাহেদ মীরকে আটক করতে পারলে ও তৃতীয় ব্যক্তি সিমিকে আটক করতে পারেনি এখনো। এঘটনায় ভুক্তভোগীর পরিবার কিশোর গ্যাং সদস্যদের কঠোর শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, এ ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তিন নম্বর আসামিকেও আটকের চেষ্টা চলছে।