নিউজ ডেস্কঃ জাপানি নাগরিক ডা. নাকানো এরিকোর দুই সন্তানকে ৩১ আগস্ট হাজির করতে নির্দেশ দিয়েছে মহামান্য হাই কোর্ট।সেই সাথে এক মাসের জন্য সন্তান দুটিকে দেশ ত্যাগের নিষেধ করেছে আদালত।
বাংলাদেশি বংশোদ্ভুত সাবেক স্বামী শরীফ ইমরানের নিকট থেকে নিজের দুই সন্তানকে ফিরে নিতে নাকানো এরিকোর করা রিটের শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের ও বিচারপতি এম এনায়েতুর রহিম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট ব্রেঞ্চ এ আদেশ জারি করেন।পাশাপাশি জাপানি আইন ভঙ্গ করে সন্তান নিয়ে আসা কেন বেআইনি ঘোষনা করা হবে না,সে বিষয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
রিটপিটিশনে এরিকোর পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন মোহাম্মদ শিশির মনির।রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।ওই রিটে দুই শিশু সন্তানকে তাদের মা এরিকোর জিম্বায় দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
২০০৮ সালের ১১ জুলাই জাপানের নাগরিক এরিকো ও বাংলাদেশি আমেরিকান শরীফ ইমরান জাপানি আইন মোতাবেক আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন।বিয়ের পর জাপানের রাজধানী টোকিওতে বসবাস শুরু করে।
দীর্ঘ ১২ বছর সংসার জীবনে জেসমিন মালিকা,লাইলা লিনা ও সানিয়া হেনা নামের তিন সন্তানের মা হন এরিকো। তার তিন মেয়ে জাপানের চফো সিটিতে আমিরিকান স্কুল ইন জাপানের শিক্ষার্থীছিল।এরিকো পেশায় একজন ডাক্তার।
চলতি বছরের ২১ জানুয়ারী শরীফ এএসআইজে স্কল কর্তৃপক্ষের নিকট তার মেয়ে জেসমিন মালিকা নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন।স্কুল কর্তৃপক্ষ মালিকার মা এরিকোর সম্মতি না থাকায় পিতা ইমরানের আবেদন নামুঞ্জুর করেন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-২০/০৮/২০২১