শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

আফগানিস্তানের কাবুলে বোরকার দাম বৃদ্ধি।

আন্তর্জাতিক ডেস্কঃ / ৪৮৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহনের আগেই বোরকার দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। তালেবান আফগানিস্তানের কাবুলে অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা অস্বাভাবিক  দামে বোরকা বিক্রি করছে। এর আগে তালেবান শাসন আমলে মহিলাদের বোরকা পড়া বাধ্যতামুলক ছিলো। এই চিন্তা মাথায় রেখে দোকানীরা বোরকার দাম বৃদ্ধি করেছে।

২০০১ সালে মার্কিন অভিযানে তালেবান সরকারের পতন হয়েছিলো। তার পর থেকে আফগানিস্তানে বাধ্যতামুলক বোরকা পড়ার বিষয়টি তুলে দেওয়া হয়। তবে ধর্মীয় অনুবোত ও ঐতিহ্যগত কারনে মহিলারা বোরকা পরিধান করতেন। আবার যারা চাইতেন তারা আধুনিক ও তাদের পছন্দের পোষাক পড়ে বাহিরে চলাফেরা করতে বাঁধা ছিলো না।

তবে আবার তালেবানরা আফগানিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে এবং নারীর স্বাধীনতা নিশ্চিত খর্ব হচ্ছে ভেবে ওই দেশের নারী মহল দোকান গুলোতে বোরকা কেনার জন্য ভীর জমিয়েছে। এ সুযোগে আফগানের কাবুলে বেড়েগেছে বোরকার ব্যবসা,চড়া দামে বোরকা বিক্রি করছেন তারা।

দোকানিরা দ্য গার্ডিয়ানকে জানান এতো দিনে রাজধানীসহ আশেপাশের নারীরা দলে দলে বোরকা কিনছেন।এখন কাবুলের নারীরা দোকানে দোকানে বোরকা কেনার জন্য ভীর করছে।

নারী ক্রেতারা জানাচ্ছেন কিছুদিন আগে বোরকা ২’শ আফগান মুদ্রায় বিক্রি হয়েছে, একই বোরকা ২ থেকে ৩ হাজার আফগান মুদ্রায় বিক্রি হচ্ছে। কাবুলে নারীরা জানান নারীদের মনে যেমন ভয় বেড়েছে বোরকার দামও তেমন বেড়েগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর