সিরাজগঞ্জ সদর উপজেলার অনাবদি পতিত জমি, ও বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কৃৃষি অফিসার কৃৃষিবিদ মোঃ রোস্তম আলী সদর উপজেলার প্রায় শতাধিক তরুণ-তরুনী ও যুবক-যুবতীসহ পারিবারিক ভাবে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজী, ফুল ও ফল গাছের চারা, বীজ ও কাটিং যন্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার (১৪ আগষ্ট ) সকালে সদর উপজেলার কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ সকল সবজি বীজ, ফুল-ফল গাছের চারা ও কাটিং যন্ত্র বিতরণের পর পারিবারিক কৃষকদের সদর উপজেলার কৃষি ছাদবাগান দেখানো হয় এবং সবাইকে পারিবারিক বাগান করা ও গাছ লাগানোর জন্য উৎসাহিত করেন সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, সদর কৃষিসম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত, অ্যামেলিয়া জান্নাত সহ অন্যান্য কর্মকর্তাগণ।