মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

ভোলার দৌলতখানে স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ / ৪০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

ভোলার দৌলতখানে জিসমিন(১৬) নামের দশম শ্রেণীর স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ ওই স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শুক্রবার (১৩আগস্ট) সকালে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত জেসমিন (১৬) উপজেলার সুকদেব এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে ।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলার রহমান জানান, জেসমিন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। রাত ১ টার সময় নিহতের মা আড়ার সাথে ওড়না দিয়ে ফাসঁ লাগানো অবস্থায় মেয়েকে দেখে চিৎকার করে উঠেন। পরে প্রতিবেশিদের সহযোগীতায় আড়া থেকে তার লাশ মাটিতে নামানো হয়। সকাল ৯টার দিকে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। কি কারণে জেসমিন গলায় ফাসঁ লাগিয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় হতে পারে। তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর