লালমনিরহাটে হাতীবান্ধায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে আহত করেছে। এ ঘটনায় পুলিশ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (৯আগষ্ট) রাতে উপজেলার নওদাবাস এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনার রাতেই ওই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার সুধান চন্দ্রের ছেলে বিশ্বনাথ (২১), বিধান (১৯), আব্দুর রহিমের ছেলে আইয়ুব আলী (৪৮) ও পুর্ব নওদাবাস এলাকার সুরুজ্জামানের ছেলে শামীম (২৫)।
আহত পুলিশ সদস্যরা হলেন, হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক সুজন কুমার রায়, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য জালাল উদ্দিন ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম আমারজমিনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার নওদাবাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল রেখে কিছু মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।মোটরসাইকেলটিতে তল্লাশীর সময় কয়েকজন মাদক ব্যবসায়ী অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে যায়।এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনার সাথে জড়িত ৪ গ্রেপ্তার করা হয়।আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা করা হচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।