উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা দান কার্যক্রমের আওতায় শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৫১টি কেন্দ্রে ১০ হাজার ২’শ জনকে টিকা প্রদান করা হয়েছে।
প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহণকারী ব্যক্তিদের তাৎক্ষনিক নিবন্ধন করে টিকা প্রদান করা হয়। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, উল্লাপাড়ার করোনা ফোকাল পার্সন ডাঃ আলামিন হোসেন ও উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাসকে সঙ্গে নিয়ে সকল টিকাদান কেন্দ্র তদারকি করেন।
ইউনিয়ন পর্যায়ে ৩ টি করে ও উল্লাপাড়া পৌরসভায় ১৮ টি করে সর্বমোট ৫১ টি টিকাদান কেন্দ্রের কার্য্যক্রম শনিবার সকাল ১০ টার সময় এক যোগে শুরু হয়। প্রতিটি টিকাদান কেন্দ্র ২’শ করে সর্বমোট ১০ হাজার ২’জন টিকা গ্রহনকারীকে টিকা প্রদান করবে।