দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর র্যাব ১৩’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আবু তাহেন(২৫), ও শ্রী সুখচান ওরফে খোকন (১৮) নামের দুই ব্যাক্তিকে ৩’শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।
৫ আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপিথর রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক পিকআপ চালক আবু তাহেন(২৫), রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে,অপর সহযোগী শ্রী সুখচান ওরফে খোকন(১৮) একই জেলার গোদাগাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের মৃত সন্তোষ মন্ডলের ছেলে।
মামলা সুত্রে জানা গেছে,রংপুর র্যাব ১৩’র ডিএডি শহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে ছেড়ে আসা একটি পিকআপকে ধাওয়া করলে উপজেলার শিবনগর ইউপিথর রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩’শ গ্রাম হেরোইন সহ তাদের আটক করে ফুলবাড়ি থানায় সোপর্দ করে। এঘটনায় র্যাব ১৩ রংপুর এর ডিএডি শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশ্রাফ ইসলাম জানান, রংপুর র্যাব ১৩’র একটি অভিযানিক দল মাদকসহ তাদের গ্রেফতার করে থানায় এজাহার দিলে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৮/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয় মামলা নং- (০৬)।