সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাব-১২’র মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দেশীয় মদসহ সবুজ হোসেন(২১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার ৩০ জুলাই রাত সোয়া ১১ টার সময় র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল উপজেলার পৌরশহরের ঘোষগাতী গ্রামে শিবমন্দির এলাকার মেসার্স সিদ্দিকীয়া হোমিও হলের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ বোতল(২২৫০ মিঃ লিঃ) দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।গ্রেফতারকৃত হলেন ঘোঁষগাঁতী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সবুজ হোসেন।
এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সহকারী পুলিশ কমিশনার মি.জন রানা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় মদ ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।