বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রিয় মহিলা আওয়ামীলীগের সদস্য হেলেনা জাহাঙ্গীর র্যাবের সদর দপ্তর তাকে আটক করেছে।এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় চার ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করে বিপুল মাদক,হরিণের চামরা,ছুরি ও বিদেশী ডলার উদ্ধার করেছে র্যাব।
তবে তাকে মাদকের অভিযোগে আটক দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে র্যাব সদর দফতরে। র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, মাদক উদ্ধারের ঘটনায় তাকে আটক দেখানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র্যাব। অভিযান এখনও শেষে আটক করা হয়েছে। বাসাটি ঘিরে র্যাবের গোয়েন্দা সদস্যের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছিলো।
এর আগে কেন্দ্রীয় মহিলা সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।চাকুরীজীবি লীগ নামে সংগঠ তৈরি করে বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ এনে দলের সদস্য পদ বাতিল করা হয়েছে।তিনি দলের বহির্ভূত গিয়ে সংগঠন তৈরি করে সভাপতির পদ দখল করে।