১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের জন্য টিকাদানের জন্য রেজিষ্ট্রশন শুরু করা হবে আগামী ৮ আগষ্ট থেকে।
এই তথ্য নিশ্চিত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার ২৯ জুলাই টিকা নেয়ার বয়স সর্বনিম্ম ২৫ বছর নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী টিকা গ্রহনকারীদের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।করোন সুরক্ষা প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাচ্ছে। একই প্রক্রিয়ায় এর পরের ধাপে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ বছর।
এ ব্যাপারে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান ৮ আগষ্ট থেকে যাদের বয়স ১৮ বছরের উার্ধ্বে হবে উল্লেখিত তারিখ থেকে তাদের রেজিষ্ট্রেশন শুরু হবে। যাদের ভোটার আইডি কার্ড আছে তারা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে পারবেন।আর যাদের (এনআইডি) কার্ড নেই তারা সরাসরি সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
এনআইডি কার্ড ছাড়া রেজিষ্ট্রেশনের সময় অবশ্যই স্ব স্ব ইউনিয়ন, পৌরসভা,ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র সাথে নিয়ে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।