শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে খালাস হচ্ছে আরোও ২’শ টন তরল অক্সিজেন।

মোঃ আজিজুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৬২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ভারত থেকে আমদানি করা আরোও ২’শ টন তরল অক্সিজেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় রেলওয়ে স্টেশনে খালাস হচ্ছে।

ভারত থেকে বেনাপোল হয়ে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছে। ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনে ১০ টি কন্টেইনারে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ এর মাধ্যমে এসব তরল গ্যাস আনা হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে মালবাহী ট্রেন চলাচলের অনুমতি না থাকায় অক্সিজেন এখানেই খালাস করে গ্যাস বহনকারি লরিযোগে নারায়ণগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেয়া হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে ও সেতু থানা পুলিশের উপস্থিতিতে লিনডে বাংলাদেশ লিমিটেডের লোকজন এসব অক্সিজেন গ্রহন করেন।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, গত ২৫ জুলাই ভারত থেকে আমদানি করা ২শ মেট্টিক টন তরল গ্যাস এখানে খালাস হয়। সেটাই ছিল রেলপথে প্রথম অক্সিজেন গ্যাস আমদানি। করোনায় মুমূর্ষু রোগীদের চিকিৎসায় এসব তরল অক্সিজেন জাতীয়ভাবে ব্যবহারে সরাসরি ভারত থেকে আনা হলো। আজ দ্বিতীয় দফায় গ্যাস আমদানি করা হলো। এ তরল গ্যাস খালাস কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে ভারতের অভ্যন্তরে ‘অক্সিজেন এক্সপ্রেসথ নামে এ ধরনের ট্রেন চালু হয়। বিশেষ ট্রেনের মাধ্যমে তখন থেকে বিভিন্ন স্থানে অক্সিজেন সরবরাহ করা হয়। বর্তমানে ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস ভারতের ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর