সিরাজগঞ্জ সদর উপজেলার হাসান উল করিম নামের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করে শিক্ষা বিভাগ। জানা যায় ওই গ্রামের লোকজন ওই প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে গেল বছর ২৩ আগষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দাখিল করেন।
ওই অভিযোগে প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডলকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে মর্মে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের উর্ধতন কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেন। যেহেতু তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে সেহেতু তাকে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উল করিমের বিরুদ্ধে যে সকল অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য বিদ্যালয়ের ম্যানেজিং ও পিটিএ কমিটি গঠনে ভোটার তালিকা প্রনয়নে অনিয়ম, প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পিতা মাতাকে কমিটি গঠন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠনে ইলেকশন না দিয়ে সিলেকশনে কমিটি গঠন,২০১৯/২০ অর্থ বছরে স্লিপ ফান্ডের ৭০ হাজার টাকা বিদ্যালয়ের কোন কাজ না করে প্রধান শিক্ষক আত্মসাৎ করেন,শিক্ষার্থীদের বিদ্যালয়ে পুনঃভর্তি করে টাকা আদায়,সরকারি নিয়ম উপেক্ষা করে শিশু শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে ফি আদায়,প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিকট থেকে কাব এর চাঁদা আদায়,চারু এবং কারুকলা পরিক্ষার জন্য শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাৎ করেছেন।
শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজ পরিবারের সদস্য,সহকারী শিক্ষক ও দপ্তরির মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। এ ছাড়াও তৃতীয় শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রর চেয়ে ৬ জন ছাত্রের উপবৃত্তির টাকা বেশি উত্তোলন করেছেন। বিদ্যালয়ের শিক্ষক হাজিরা ডিজিটাল মেশিন ক্রয়ে অনিয়ম দুর্নীতি করেছেন।এ ছাড়াও আরোও অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে।
১৮ জুলাই/২১ ইং ৯৯১/৫ নং স্মারকে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান উল করিমকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।ইতিমধ্যে ওই প্রধান শিক্ষক ঘটনা ধামাচাপার জন্য দৌড় ঝাপ শুরু করেছে।
সূত্রঃ কলম সৈনিক।