শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

মাধ্যমিকের চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম সাময়িক স্থগিত।।

নিউজ ডেস্কঃ / ১৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১

সারাদেশে ঈদ পরবর্তী সময়ে কঠোর বিধিনিষেধ আরোপের কারনে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ও ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ বিতরণের কার্যক্রম সাময়িক স্থগিত আদেশ দিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্তৃপক্ষ।

রোববার ২৫ জুলাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃপক্ষের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছেন। এ অফিস আদেশে বলা হয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ গত ১৩ জুলাই জরি করা বিধিনিষেধ সংক্রান্ত এক পরিপত্রের নির্দেশনার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ও ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী শিক্ষার্থীদের জন্য সপ্তাহ ভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক স্থগিত করা হলো।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার,উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষ অফিসার সহ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর