বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শিগগিরই যৌথভাবে করোনা টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ-বললেন পররাষ্ট্রমন্ত্রী।

হেল্থ ডেস্কঃ / ৪২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

শিগগিরিই বাংলাদেশ স্থায়ীভাবে করোনা ভাইরাসের টিকা যৌথভাবে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।এ সময় তিনি জানান আমাদের সব ধরনের কাগজপত্র তৈরি করা আছে।চুক্তিপত্রও পেয়েছি।

আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয় নিয়ে কাজ করছেন।আমরা যে কোন মুহূর্তে যৌথভাবে করোনার টিকা উৎপাদন শুরু করবো। শনিবার ২৪ জুলাই বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রেজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২’শ ডোজ করোনা টিকা উপহার হিসাবে হস্তান্তর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরোও বলেন গত ১৫ জুলাই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন বাংলাদেশ চাইলে করোনার টিকা উৎপাদনের চুক্তির ঘোষণা ৫/৬ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব। টিকা উৎপাদনের জন্য আগাম কোনো অবকাঠামো পরিদর্শন করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর