রাজধানীর কামরাঙ্গীরচর নয়াগাঁও এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
নিহতরা হলেন মা ফুলবাসি দাস(৩৫) ও মেয়ে সুমি দাস(১১)।এ ঘটনায় ফুলবাসি দাসের স্বামী মুকুন্দ্র চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনা নিশ্চিত করে জানান শনিবার সকালে প্রতিবেশীদের সংবাদের ভিত্তিতে নিহতের বিষয়টি জানতে পেরে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে এবং নিহতের স্বামী মুকুন্দ্র চন্দ্র দাসকে গ্রেফতার করেছে।
তিনি আরোও জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের লাশ বিছানায় পড়ে থাকতে দেখেন। কিন্তু কি কারনে কি ভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মুকুন্দ্রকে গ্রেফতার করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।