শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

চলে গেলেন দেশবরেণ্য গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

ডেস্ক নিউজঃ / ৪৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন দেশবরণ্য কণ্ঠ শিল্পী ফকির আলমগীর। ২৩ জুলাই শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার ছেলে মাশুক আলমগীর রাজিব।

মৃত্যুর সময় এ সংগীত শিল্পীর বয়স হয়েছিলো ৭১ বছর। গণ সঙ্গীতে কিংবদন্তি শিল্পী ছিলেন ফকির আলমগীর।

এ দেশে গণসঙ্গীতকে আলাদা করে পরিচিত করে তলেন তিনি।তার কণ্ঠে গণসঙ্গীত পেয়েছে ভিন্ন মাত্রা। তিনি শুধু গণসংগীত শিল্পীই ছিলেন তিনি ছিলেন একজন পপ গায়কও।

৭১’র মুক্তিযুদ্ধের পর যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রনাকে প্রকাশের জন্যই দেশ সংগীতের সঙ্গে পাশ্চাত্য সুরের মেলাবন্ধন ঘটিয়েছে ফকির আলমগীর ও তার সময়ের কয়েকজন শিল্পী। তখন থেকে তারা শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান।

বাংলা পপ গান বিকাশেও ফকির আলমগীরের বিশেষ অবদান রয়েছে। তার গাওয়া “সান্তাহার জংশনে দেখা” “মন আমার দেহ ঘড়ি সন্ধান করি”,”বনমালী তুমি” “মায়ের একধার দুধের দাম” “কালো কালো মানুষের দেশ” উল্লেখযোগ্য আরোও জনপ্রিয় গান তিনি আমাদের জন্য রেখে চলে গেলেন।
“ও সখিনা” গানটি ১৯৮২ সালে বিটিভির আনন্দমেলা অনুষ্ঠানে সম্প্রচারের পর দর্শকদের মধ্যে সারা ফেলে। এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর