সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গরুর ট্রাকের ধাক্কায় নায়েব আলী(২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত নায়েব আলী উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রুয়াপারা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
জানা যায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় নায়েব আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-রাজশাহী মহাসড়ক দিয়ে কাজের উদ্দেশ্যে হাটিকুমরুলে যাচ্ছিলো। অপর দিকে গরু বোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। নায়েব আলীর মোটরসাইকেলটি ঢাকা-রাজশাহী মহাসড়কের সাতটিক্রি এলাকায় আসা মাত্র গরু বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। উৎসুক জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে হাটিকুমরুল হাইওয়ে থানায় সংবাদ দেয়।
এ ঘটনা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।পরে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়াই আইনী প্রক্রিয়ায় নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।