বাগেরহাট জেলা জুড়ে চলমান কোভিড-১৯ এর ব্যাপক সংক্রমনের ঝুঁকির কারন বিবেচনায় আগামী ২৪/০৬/২০২১ বৃহষ্পতিবার থেকে আগামী ৩০/০৬/২০২১ বৃহস্পতিবার পর্যন্ত কঠোর লকডাউন ঘোষনা করেছে বাগেরহাট জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রশাসন, সেবার আওতায় থাকা ব্যাতিত সকল ধরনের গন পরিবহন বন্ধ রাখা,ঔষধের দোকান ব্যাতীত সকল ধরনের দোকানপাট,মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে,এছাড়া সাপ্তাহিক হাট ও গরুর হাট ও এই আওতাভূক্ত থাকবে।কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত খোলা থাকবে।
সকল পর্যটন কেন্দ্র , রিসোর্ট,কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।জনসমাগম হয় এধরনের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ থাকবে,বিভিন্ন দেশ থেকে মোংলা বন্দরে আগত পশুর নদীতে অবস্হানকারী কোনো জাহাজ থেকে কেউ বন্দরে নামতে পারবেনা।
চায়ের দোকান,টি ষ্টলে কোনো প্রকার জন সমাগম করা যাবেনা। বলে নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে দন্ড প্রদান করা হবে।