রাজবাড়ী পাংশা মডেল থানা পুলিশের আয়োজনে এবং পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার ২২ জুন থেকে বিট পুলিশিংয়ের স্টিকার লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিট পুলিশিং কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলার চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল, পৌর প্যানেল মেয়র গোবিন্দ চন্দ্র কুন্ডু এছাড়া আরো উপস্থিত ছিলেন বিট পুলিশিং এর কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, ‘সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দিতেই এই বিট পুলিশিং এর কার্যক্রম শুরু হয়েছে। এতে যে কোন অন্যায় কারী অপরাধকারী মাদক বিক্রি মাদক সেবনকারী ইয়াবা ব্যবসায়ী পাচারকারী অপরাধ যত বড় শক্তিশালী হোক না কেন বিট পুলিশিংয়ের কার্যক্রমে আমরা অপরাধীকে খুব সহজেই ধরতে পারবো