শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দিনাজপুর জেলা চাম্পিয়ন ফুলবাড়ী।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৬২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
smart

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ প্রতিযোগীতায়,ফুলবাড়ী ফুটবলদল দিনাজপুর জেলা শিরোপা অর্জন করেছে। এ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী খোলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার রাত ৮টায় উপজেলা সভাকক্ষে এই সংবর্ধনা প্রদান করে অনুষ্ঠানের অতিথিদ্বয়। শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কশিশনার ভূমি কানিজ আফরোজ, বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাফিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো: এছার উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত আলী,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমরচাঁদ গুপ্ত অপু প্রমুখ।

এসময় ইউপি সদস্য বাদল সরকার,ফুটবল দলের ম্যানেজারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি,প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭/ ২০২১ প্রতিযোগীতায় ফুলবাড়ী ফুটবল দল,প্রতিপক্ষ কাহারোল,বীরগঞ্জ,চিরিরবন্দর ও ঘোড়াঘাট উপজেলাকে পরাজিত করে দিনাজপুর জেলা চাম্পিয়ন হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর