লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ মেলার উদ্ধোধনী অনুষ্ঠান ( ৫ জুন) শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনীতে উপজেলা প্রাণি হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে ।
দিনব্যাপী প্রদর্শনী মেলাতে প্রায় ৩৫টি স্টল অংশগ্রহণ করে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনী করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আইয়ুব মিঞা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ যোবায়ের হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, এবং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ আরো অনেকে ।