শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ-ভোরের কণ্ঠ।

মোঃ রাজু আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি। / ৬৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল বৈরি আবহাওয়ার কারণে বন্ধ করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫ টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এ দুটি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। নদীতেও সৃষ্টি হয়েছে বড়-বড় ঢেউয়ের। এর ফলে দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশে সোমবার (২৪ মে) থেকে সারাদেশের মতো পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু একদিন না যেতেই বৈরি আবহাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে লঞ্চ সেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর