নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদ উপজেলায় বজ্রপাতে ২ স্কুল শিক্ষার্থী সহ ৪ জনের মৃত্যু হয়েছে। শাহজাদপুরে কায়েমপুর ও গালা ইউনিয়নের চিথুলিয়া ও দুগলি গ্রামে ও উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামে সোমবার বিকেল সাড়ে ৪ টার সময় ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনে মেয়ে ও গয়হাট্রা সালেহা ইসাহাক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোছাঃ মোহনা খাতুন(১৬)’র মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান সোমবার বিকেলে পরিবারের সাথে মোহনা বাড়ির পাশে মাঠে ধান শুকানোর কাজ করতেছিলো। হঠাৎ ঝড় বৃষ্টি সময় কৃষ্টপুর এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়।এ সময় মোহনার মৃত্যু হয়।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেওয়ান মওদুদ আহমেদ জানান উপজেলায় বজ্রপাতে একজন স্কুল ছাত্রীর মারা যাওয়ার খবর পেয়েছি।মেয়েটির পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।
অপর দিকে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি গ্রামের আজম আলী ব্যাপারীর ছেলে ৯ম শ্রেণির ছাত্র মোঃ নাজমুল হুসাইন(১৫), কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামের সোলাইমান হোসেনের স্ত্রী সাকেরা বেগম(৬০) ও আজগর আলীর ছেলে মোঃ হাসেম আলী(২৬)বজ্রপাতে নিহত হয়েছে।
এ ঘটনা নিশ্চিত করে কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাসেবুল হক হাসান জানান সোমবার বিকেলে হাসেম ও নাজমুল চিথুলিয়া গ্রামে মাঠে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন। সাকেরা বেগম মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে বজ্রপাতে নিহত হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুজ্জোহা জানান উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।