সিরাজগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে প্রথম আলো’র অনুসন্ধানী জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবীতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯মে) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সন্মুখে- সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি হেলাল আহমেদ উক্ত মানববন্ধনে-দৈনিক প্রথম আলোর- জৈষ্ঠ্য অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলায় গ্রেফতারে তীব্র প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানান।
মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ সরকার , দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি হারুন – অর- রশিদ খান হাসান , সাবেক সাধারণ সম্পাদক ফজল -এ- খোদা লিটন।
এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম,প্রেসক্লাবের কার্যকারী সদস্য নুরুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার, চ্যানেল ২৪ টিভি’র ষ্টাফ রিপোর্টার হীরক গুণ, প্রথম আলো’র জেলা প্রতিনিধি আরিফুল গণি লিমন, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজ, কার্যকারী সদস্য মোঃ আইয়ুব আলী, নারী সাংবাদিক মাকসুদা খাতুন সহ সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিট, ফটোজার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, জেলা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টস মিডিয়া, ওয়ান লাইন মিডিয়া ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, স্থানীয় পত্রিকার সকল স্তরের কর্মরত সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
এই মানববন্ধন – জেলা বাসদ আহবায়ক নবকুমার কর্মকার, প্রথম আলো’র পাঠকচক্র সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি গণ সংহতি প্রকাশ করেন ।
মানববন্ধনটির সঞ্চালনায় ছিলেন, ইন্ডিপেনডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক দিলীপ গৌর।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।একইসঙ্গে তাকে মুক্তি না দিলে ও অপরাধীদের বিচার করা না হলে শুধু মানববন্ধন নয় আগামীতে আন্দোলন আরও কঠোর কর্মসূচী গ্রহন হবে ।