বগুড়া-২ শিবগঞ্জ-৩৭ আসনের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। এসময় এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে খুশীর সওগাত নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমাদের প্রিয়ধর্মীয় অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। মাহে রমজানের সিয়াম সাধনা ও ঈদুল ফিতর আমাদের সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে উদ্বুদ্ধ করে।
এসময় এমপি জিন্নাহ্ বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবজাতি। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে হবে।
আমরা সবাই যেন সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করি, পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট সারাদেশবাসীর জন্য প্রার্থনা করি। মহান আল্লাহ যেন মানুষের জীবন থেকে দূরীভূত মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে রক্ষা করেন।
পরিশেষে তিনি আবারও শিবগঞ্জ আসনের সর্বস্তরের জনগণকে জাতীয় পার্টির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ঈদের আনন্দ মধুময় করতে একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তোলার আহবান জানান।