সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্যকে ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে পরিকল্পনাকারী দুই যুবককে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের আলিফ ও সোহাগের সাথে একই গ্রামের আলমগীর হোসেনের বিরোধ চলে আসছিলো। আলিফ ও সোহাগ দুজন মিলে আলমগীর হোসেনকে ককটেল দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়র তাদের তৈরি করা ২১ টি ককটেল নিয়ে মঙ্গলবার গভীর রাতে পরিকল্পনাকারী ওই দুইজন আলমগীর হোসেনের বাড়ীতে রেখে আসার জন্য যাচ্ছিল। এ সময় গ্রামের লোকজন বিষয়টি টের পেয়ে আলিফ ও সোহাগকে ককটেলসহ আটক করে উল্লাপাড়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২১ টি তাজা ককটেল উদ্ধারসহ পরিকল্পনাকারী আলিফ ও সোহাগ নামের দুই যুবকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামের মঈনুল হোসেনে ছেলে আলিফ হোসেন একই গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে সোহাগ হোসেন।
উল্লাপাড়া মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, ২১টি ককটেলসহ আলিফ ও সোহাগ নামের দুই যুবকে গ্রেফতারর করা হয়েছে। এরা দুইজন অনেক পূর্ব থেকেই ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। ককটেল তৈরির সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।