দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে জামায়াতে ইসলামীর আয়োজনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র পরিচালক এবং পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর সদরের শালঘরিয়াস্থ নিগার মঞ্জিলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট হিসেবে আগামী নির্বাচনে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাই ভোট কেন্দ্র ভিত্তিক ইউনিট সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ভোট কেন্দ্র ভিত্তিক বেইজ এরিয়া গঠনের জন্য এখন থেকেই কাজ করে যেতে হবে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা ও জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও আইবিডাব্লিউএফ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিম প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার ৭২ টি ভোট কেন্দ্রের ১৪৪ জন কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।
Post Views: 17