কোরবান আলীঃ কাজিপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্নীতির অভিযোগচ্ শিরোনামে গত ৭ মে দৈনিক সরেজমিন বার্তায় প্রিন্ট ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
রোববার ৯ মে সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আঃলীগ যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম। উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সংবাদটিতে আমাকে জড়িয়ে একটি মহল মিথ্যা তথ্য পরিবেশন করে আমার ও পরিবারের সন্মানহানীর অপচেষ্টা চালানো হয়েছে। সংবাদটিতে উল্লেখ করা হয়েছে কাজিপুরে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি গ্ৰুপ করা হয়েছে, সেটা আদৌ সত্য নয়। কাজিপুরের জনগণ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন মোহাম্মদ নাসিম পরিবারের জৈষ্ঠ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি কাজিপুরের একমাত্র অভিভাবক। এখানে রাজনীতি বা উন্নয়ন সব ক্ষেত্রে তাঁর নির্দেশনা শেষ কথা। উপজেলা আওয়ামী লীগ অন্তত সুসংগঠিত, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্ম রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দরখাস্তের বিষয়টি মিথ্যা এবং বানোয়াট। এছাড়াও আমাকে শিক্ষক হিসেবে উল্লেখ করে নানা অসত্য ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে। সংবাদ টিতে টেন্ডারবাজী, সন্ত্রাসী, বালু মহালের দখলদার, কাবিটার অর্থ আত্মসাত, মাদক বানিজ্য, বিভিন্ন স্থানে কাল্পনিক সম্পদের বর্ণনা দেয়া হয়েছে, বিষয়গুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। প্রকাশিত সংবাদটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।