করোনায় কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে বুধবার প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম সলপ ইউনিয়নের সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুইয়া, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।
উল্লাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া জানান, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ঈদুল ফিতরের আগে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ টাকা তুলে দেওয়া হয়। উল্লাপাড়ায় এই উপহার কার্যক্রমের আওতায় মোট ২ কোটি ২১ লাখ ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ৪৪ হাজার পরিবার এ অর্থ পাবেন।