উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে তার নিজ বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা আব্দুল মোমিনের বিরুদ্ধে। অভিযুক্ত মোমিন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের বাসিন্দা এবং ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী নারী একজন স্বামী পরিত্যক্তা ও তার প্রতিবেশী। তিনি বর্তমানে বাবার বাড়িতে বসবাস করছেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী না থাকার সুযোগে আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে তাকে নানা অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। এসব প্রস্তাবে তিনি সাড়া না দেওয়ায় মোমিন তাকে হুমকি দিতেন। কয়েকদিন আগে এক রাতে মোমিন তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মোমিন পালিয়ে যায়। স্থানীয় মাতব্বরদের আশ্বাসে প্রথমে থানায় অভিযোগ না দিলেও, বিচার না পেয়ে শেষ পর্যন্ত ৫ এপ্রিল রাতে তিনি উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান বলেন, গৃহবধূর পক্ষ থেকে অভিযোগপত্র পেয়েছি। অভিযুক্ত মোমিন বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।