শিরোনাম
গাঁজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার। ঈদুল ফিতর ঈদ আনন্দ শেষে ঢাকা মুখি গ্রামে আসা কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ২২ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ 
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ এপ্রিল) মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ড এর পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা ও দেশের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বেলা ১১ টায় তেলিয়াপাড়া চা বাগানে ২,৩ ও ৪ নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসন, হবিগঞ্জ জেলা পুলিশ, মাধবপুর উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
পরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পতাকা উত্তোলন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, উপজেলা নির্বাহী মো: জাহিদ বিন কাশেম ও মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা ও দেশের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ ও দেবাশীষ রায় চৌধুরী, এ এসপি সার্কেল  এ কে এম সালিমুল হক, তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক  মোহাম্মদ ইউসুফ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সহ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসটি জাতীয়ভাবে পালন ও তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর