গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পলাশবাড়ী পৌরসভার নূরপুর গ্রামে রবিউল ইসলামের ১ বিঘা ও আনোয়ারা বেগমের আধা বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে উপজেলা ছাত্রলীগ।
২৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে ধানকাটার উদ্বোধন করেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান আনোয়রা বেগম ও রফিকুল ইসলাম এ সময় ছাত্রলীগের নেতা কর্মিদের উৎসাহিত করেন। ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য সিনিয়র নেতৃবৃন্দ বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের যে কোন দুঃসময়ে তাদের পাশে থেকে সমস্যার মোকাবিলা করেছেন।আমরা প্রধানমন্ত্রীর সৈনিক হিসাবে কৃষকের পাশে আছি থাকব।
পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত ও সাধারন সম্পাদক মামুন অর রশিদ সুমনের নেতৃত্বে ২০ জন ছাত্রলীগ কর্মী এই ধান কাটা কর্ম সূচিতে অংশ নেয়।