মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পূণ্য উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি কাভার্ড ভ্যানের ড্রাইভার টহল দলের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত ৪৩ হাজার ২ শত পিস ভারতীয় স্কিনশাইন ক্রীম, ৮ শত ৭১ পিস ফেসওয়াস, ৮ শত ৯০ প্যাকেট ট্যাং উদ্ধার করা হয়, আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লক্ষ ৮ হাজার ৪ শত টাকা। উদ্ধারকৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল এবিষয়ে নিশ্চিত করে জানান, বিজিবি সব সময় দেশের সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতি বদ্ধ।
Post Views: 41