ডেস্ক নিউজঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। রবিবার (১৬ মার্চ) বিকেলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় রবিবার(১৬ মার্চ)সকাল সাড়ে ৮ টার সময় সুলতানপুর ব্যাটালিয়নের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পিলার ২০৫৫/এম থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিকরা হলেন-ভারতের সিপাহীজলা মধুপুর থানার বিশালঘর পোস্ট অফিসের কোনাবন গ্রামের মৃত. ধীরেন্দ্র দেব বর্মার দুই ছেলে বিমল দেব বর্মা(২৫) ও সঞ্জিত দেব বর্মা (৩১)।
উভয়ই পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে তাদের আটক করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, পাসপোর্টবিহীন দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।