“শেখ হাসিনার বাংলাদেশ, খুধা হবে নিরুদ্দেশ”- এই স্লোগানকে সামনে রেখে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে তথা খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে কার্ডধারীদের মাঝে খাদ্য শস্য হিসাবে চাল বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ২৪ জন ডিলারে মাধ্যমে ২৪টি পয়েন্টে ০৩ দিন ব্যাপী বিক্রির আজকেই প্রথম দিন।
এই কর্মসূচীর আওতায় প্রতিটি হত-দরিদ্র পরিবার ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল মাসে ক্রয় করে থাকে। এই বিষয়ে কাজিপুরে এলএসডির ইনচার্জ (ওসি এলএসডি) মিজানুর রহমান বলেন, এই কর্মসূচীটি স্বচ্ছতার সাথে নিশ্চিত করার জন্য আমাদের অফিসের পক্ষ থেকে চরের ৩টি ইউনিয়নের ০৬টি পয়েন্টে পরিদর্শন করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নের প্রতিটি পয়েন্টের সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসাবে দায়িত্বে রয়েছে।
তবুও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সবসময় মনিটরিং করছেন। তিনি আরো বলেন, এ বছর কাজিপুরে প্রতি মাসে অথ্যাৎ এপ্রিল মাসে ৪১৭.৩০০ মেঃ টন চাল ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ রয়েছে। নাটুয়ারপাড়া ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার মজুমদার এবং মনসুর নগর ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান বলেন, আমাদের উপস্থিতিতে শুধু কার্ডধারীদের মাঝে সঠিব পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এলএসডি (ওসি) মেঘাই একটি পয়েন্ট পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিল্পব, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।