নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মরহুম ময়েজউদ্দিন ও রোকেয়া বেগম ফাউন্ডেশন- উদ্যোগে ২০০ জন মানুষের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করেন,সকল বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মরহুম ময়েজউদ্দিন আহমেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশন- দক্ষিণ কালিতলা নওগাঁ। আয়োজনে: মরহুমের পরিবারবর্গ। পবিত্র রমজান মাস উপলক্ষে আজকে স্বল্প আয়ের ২০০ জন মানুষের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হলো।
প্রত্যেককে ভাতের চাউল, চিনিগুড়া চাউল, আলু,পেঁয়াজ, ছোলা, চিনি, সেমাই ও গুঁড়ো দুধ দেওয়া হয়েছে।এছাড়াও নওগাঁর শীবপুর মাদ্রাসায় ২০ কেজি ভাতের চাউল, ৫কেজি চিনিগুড়া চাউল, ১০ কেজি আলু, ৫কেজি পেঁয়াজ, ২.৫ কেজি চিনি, ১০ প্যাকেট সেমাই ও ১০ প্যাকেট গুঁড়ো দুধ দেওয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: এই ফাউন্ডেশনের উদ্যোগে; প্রতিটি ঈদে ঈদ সামগ্রী বিতরণ, বিভিন্ন দূর্যোগপূর্ণ সময়ে এই পরিবার নওগাঁর মানুষের পাশে দাঁড়িয়েছে, মহামারী করোনা কালীন সময়ে অবিরাম মানুষের পাশে দাঁড়িয়েছে, এছাড়াও সারাবছর কোন কোন ভাবে নওগাঁর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এই পরিবার। সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহপাক যেন বাবা-মাকে তাঁর নেক হেফাজতে রাখেন ।
Post Views: 41