করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে আয় রোজগার কমে যাওয়া ৫০টি রিক্সা শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদর শক্তিপুর মহল্লার নুরজাহান ভবনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতার নিজস্ব তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।
করোনা পরিস্থিতিতে রিক্সা শ্রমিকেরা অর্থ কষ্টে দিন কাটাচ্ছিলেন। এই অবস্থায় প্রফেসর মেরিনা জাহান কবিতার কাছ থেকে নগদ অর্থ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।
প্রফেসর মেরিনা জাহান কবিতা বিতরন কার্যক্রমে ভার্চুয়ালী যুক্ত হয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা মহামারীতে দলীয় নেতা কর্মীদের দুস্থ অসহায়দের পাশে দাড়াতে বলেছেন।তারই অংশ হিসেবে চলমান লকডাউনে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র, সাংবাদিক ফারুক হাসান কাহার, টিপু সুলতান, শাহাদৎ হোসেন, বকুল, আশিক, সুব্রত, মিলন, সামিউল, মোবারক প্রমুখ।