মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থসহ সংবর্ধনা প্রদান।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে  সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের আয়োজনে উক্ত এস এম ফয়সল মেধাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়।
সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এস.এম ফয়সল মেধাবৃত্তি ২০২৫ বাস্তবায়ক কমিটির কো-অর্ডিনেটর ও ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ)।
 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আল আমিন। বক্তব্য রাখেন সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিলস্ লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ এবিএম হুমায়ুন, সায়হাম গ্রুপের এমডি আলহাজ্ব ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ,  সায়হাম নীট কম্পোজিট লি. এর এমডি আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আতিকুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জাহির উদ্দিন, দৈনিক সমকালের সহ সম্পাদক মাহবুব আজিজ, প্রিন্সিপাল মাও: আমীর হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ আাছাদুজ্জামান প্রমূখ।
সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল এর পৃষ্ঠপোষকতায় এবছর ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার জিপিএ ৫ প্রাপ্ত ৬০০ শতাধিক মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫০০০ হাজার টাকা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংবর্ধিত ছাত্রছাত্রী ও অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় ৫ হাজার অতিথিবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *