উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রমিক অফিস দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক শ্রমিক নেতা গুরুতর আহত হয়েছে। পরে উভয় পক্ষ পাল্টা পাল্টি মহড়া দিয়েছে। দেশীয় অস্ত্রের ঝংকারে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরে শহরের অলিগলি।
এ ঘটনার আগে উভয় পক্ষের মধ্যে শ্রমিক অফিস দখল করা নিয়ে সংঘর্ষ হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক অফিসে তালা ঝুলিয়ে দেন এবং দুই পক্ষকে নিয়ম অনুযায়ী কাগজ পত্র তৈরী করতে বলেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ছোট ভাই রাশেদের নেতৃত্বে ১০/ ১৫ জন থানার সামনে দিয়ে দেশীয় অস্ত্র রামদা ও এসএস পাইপ হাতে নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে গুলিস্তানে গিয়ে শ্রমিক অফিসে হামলা করে ভাংচুর ও শ্রমিকদের মারপিট করে।এ ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হয়। এ খবর ছড়িয়ে পরলে শ্রমিক গ্রুপের আরেক পক্ষের নেতা মিজানুর রহমান বাবুর লোকজন এসে রাশেদের লোকজনকে খোঁজাখুঁজি করতে থাকে।
এসময় পুরো শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয়ে দোকান মালিকগণ মার্কেটের সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। সপ্তাহে শুক্রবার উল্লাপাড়া বড় হাটবার। এই দিন গ্রামাঞ্চালের মানুষ হাট করতে আসে। অস্ত্র ঝংকারের মহড়ায় মানুষ ভয়ে এদিকসেদিক ছুটে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে।
ঘটনার একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
মো.রাকিবুল হাসান জানান,এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply