সিরাজগঞ্জে উল্লাপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হেলেনা পারভীন (৫৫) বুধবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে শ^াসকষ্ট, ডাইবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। হেলেনা পারভীনের মৃত্যুতে বৃহস্পতিবার উল্লাপাড়া ডিগ্রি কলেজের সকল ক্লাস বন্ধ থাকে। কলেজের শিক্ষকগণ শোক সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবু জাফর।