নিজস্ব প্রতিবেদক:চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধনে “হারমোনি ফেস্টিভ্যাল” মেলা অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ইং, উদ্বোধন হবে সম্প্রীতি উৎসব “হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫”। নতুন বছরের চলবে তিনদিন ব্যাপী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত।
“হারমোনি ফেস্টিভ্যাল” নামের এই মেলা শ্রীমঙ্গলের বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় বিভিন্ন নৃ-জাতি-গোষ্টির কালচারাল প্রোগামের পাশাপাশি বিভিন্ন উপকরনের স্টল থাকবে ৫০টি। দেশের ২৬টিরও বেশি নৃগোষ্টী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এতে। এবারের আয়োজনে যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব এই মেলায়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং স্বাগত বক্তব্য দেবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই মেলা’র উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলার অন্যতম আয়োজক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। তিনি বলেন, পর্যটনশিল্প আমাদের ইতিহাস ঐতিহ্যকে বহন করছে, আমরা এই শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাই, তাই শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের তিনদিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় প্রবেশ মূল্য থাকছে একদম ফ্রি বলে জানান তিনি।
Post Views: 21