সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারার সময় বড়হর গ্রামবাসীর সহযোগিতায় তিন ছিনতাইকারীকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল মান্নান(২৮),কামারখন্দ থানার জামতৈল ইউনিয়নের চরটেংরাই গ্রামের মজিবর প্রামাণিকের ছেলে টুটুল মিয়া(২১) ও কর্ণসতি গ্রামের নূরইসলামের ছেলে আব্দুল সালাম(৪৩)। এ সময় আটককৃতদের নিকট থেকে সাড়ে ৫ লাখ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি হোন্ডা জব্দ করা হয়েছে।বাকী তিন জন পালিয়ে যায়।
উপজেলার ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সুপারভাইজার আরিফুজ্জামান সাজুর কালেকশন করা ১৪ লাখ টাকা ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ছিনতাইকারীর অস্রের মুখে জিম্মি করে ছিনতাই করে পালিয়ে যায়।
উল্লাপাড়া ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান জানান সুপারভাইজার আরিফুজ্জামান বৃহস্পতিবার উপজেলার পাচিলা বাজারে ৫০ হাজার, হাটিকুমরুল গোলচত্বরে ১১ লাখ,বোয়ালিয়া বাজারে ২ লাখ ৫০ হাজার টাকা কালেশন করে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে সিএনজি যোগে উল্লাপাড়া আসার পথে শোলাগারি ব্রীজ সংলগ্ন এলাকায় ৪ জন হোন্ডা দিয়ে ও যাত্রী সেজে সিএনজিতে থাকা ২ ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে সিএনসি’র গতিরোধ করে ১৪ লাখ টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে বড়হর গ্রামের দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান ছিনতাই করা ১৪ লাখ টাকা উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর গ্রামে ভাগবাটোয়ারা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে গ্রামবাসীর সহযোগিতায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় ৫ লাখ টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হোন্ডা জব্দ করা হয়। বাকী তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারীকে আটকের জোর চেস্টা চালানো হচ্ছে।