নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন (বিটিইএসএ) ৬০তম বার্ষিক সাধারণ সভা ও হীরক জয়ন্তী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ইং, সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা শিশু উদ্যান মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এ সময় বিটিইএসএ’র সিনিয়র সহ সভাপতি শেখ কাওছার মিয়া সভায় সভাপতিত্ব করেন ও বিটিইএসএ’র সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান ছিলেন সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান (নাসিম)।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোঃ সুরমান আলী, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, পুলক রঞ্জন ধর, সাকি রিজওয়ানা, শ্রীমঙ্গল পৌর জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম বুলবুল, প্রমুখ।
সভা শেষে টি স্টাফদের ছেলে-মেয়েদের মধ্যে ২০২৩ সালের জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।
Post Views: 44