ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিন্টু গ্রেফতার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু গ্রেফতার হয়েছে ।
২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট গ্রামে তার ভগ্নিপতি সোলেমান আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ। এছাড়া খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেফতার করেছে পুলিশ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
Post Views: 22