মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ইরা বানু (৫৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।
ইরা বানু উপজেলার ধর্মঘর ইউনিয়নের আয়লাবই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী। নিহতের ছেলে আবু বক্কর জানান, বুধবার সন্ধ্যায় আমার মা পাশের গ্রাম বৈষ্ণবপুরে আমাদের নানা বাড়িতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়।
পরদিন সকালে খবর পেয়ে এসে দেখি নানার বাড়ির পাশের আদিল শাহ মাজারের কাছে একটি জমিতে মায়ের মৃতদেহ পড়ে আছে।
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
Post Views: 25