উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সপরিবারে পবিত্র ওমরাহ হজ্জ শেষ করে সৌজন্য স্বাক্ষাৎ এর জন্য উল্লাপাড়ায় আগমন করেন সাবেক সাংসদ এম আকবর আলী। এ উপলক্ষে উল্লাপাড়া বিজ্ঞান স্কুল ও বিজ্ঞান কলেজের উদ্যোগে সোমবার(২ ডিসেম্বর) বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাবেক এমপি এম আকবর আলীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এবং তার শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অল্প সময়ের মধ্যে উজ্জীবিত বি.এন.পি’র নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সাবেক সাংসদ ও বি.এন.পি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, বি.এন.পি আস্থা ও ভালোবাসা অর্জন করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। অন্যায়ভাবে মানুষের উপর জুলুম, অত্যাচার ও নির্যাতন করার ফলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আ’লীগ ধ্বংস হয়ে গিয়ে পালিয়ে ভারতে বসবাস করছে।
তিনি আরোও বলেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বি.এন.পি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে অত্যাচার নির্যাতন করেছিলো। তাদের করা মামলা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারেক রহমানসহ সকল আসামীদেরকে আদালত খালাস দিয়েছেন। বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিদোর্শ প্রমানিত হয়েছেন। আইনী প্রক্রিয়ায় আমরা সঠিক বিচার পেয়েছি। ফ্যাসিস্টদের সময়কালে বিচারকগণ ইচ্ছা থাকা সত্বেও ন্যায় বিচার করতে পারেন নাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার স্বাধীন বাংলাদেশে বিচারকদের মুক্ত চিন্তায় আমরা ন্যায় বিচার পেয়েছি।
এ সময় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মোক্তার হোসেন, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মজিদ, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, মো.আশরাফুল ইসলাম মিন্টু, উপজেলা বিএনপির সদস্য,মো.মিজানুর রহমান(বাবু),পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,মো. হায়দার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,মো.আবু শাহিন রেজা প্রমূখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সৌদি আরব থেকে আনা খেজুর ও জমজমের পানি সকলেই পান করেন