শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

কৃষিবিদ শামীমুর রহমানের উদ্যোগে ৫ মানুষের চিকিৎসা সেবা প্রদান।।

মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ৭০ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম’র উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত প্রায় ৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার(২৯ নভেম্বর) সকালে উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান, প্রফেসর সামিউল ইসলাম সামী, অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, অধ্যাপক আব্দুল মোক্তাদির, গ্রাম্য ডাক্তার কমিটির সভাপতি মোঃ কবির হোসেন, বিএনপি নেতা এশতেহার আলম, শামীম হাসান তিতাস, সরদার অজিয়ার রহমান, তরফদার জিল্লুর রহমান, মহিলা দলের সভানেত্রী লুৎফুন নাহার, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।
এ ক্যাম্পে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র এবং নানা শ্রেণি পেশার প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ ও শিশুরা ফ্রি চিকিৎসা সেবা নেয়। এ সময় তাদের মাঝে ওষুধও বিতরণ করা হয়। এ মেডিকেল ক্যাম্পে ডাঃ এনামুল, ডাঃ প্রিন্স, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব খুলনা বিভাগের নেতৃত্বাধীন ডেন্টাল, ওরাল ক্যান্সার, ঠোট কাটা, গাইনি, সার্জারী, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ প্রায় ২০ জন চিকিৎসক ছিলেন।
চিকিৎসা নিতে আসা সেকেন্দার আলী, তফুরা বেগম, বেবি বেগম, নুরুন্নাাহার, ইলিয়াস শেখসহ বেশ কয়েকজন জানান, গ্রামের অসহায় মানুষ টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেনা। প্রত্যন্ত অঞ্চলে এমন আয়োজন আমাদের জন্য বড় ধরণের উপকার হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। সবসময় এমন সেবা দেয়ার পাশাপাশি হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। মেডিকেল ক্যাম্প ছাড়া ও মানুষের পাশে থাকবো এবং তাদের যেই সমস্যা ও প্রয়োজন সেটা পূরণ করার চেষ্টা করবো।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে সহায়তা সহযোগিতা করে ল্যাবওয়ান ডায়াগনস্টিক সেন্টার ও সুন্দরবন ডায়াগনস্টিক সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইসমাইল মোল্লা খোকন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর