শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

মোটরসাইকেল ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হামাদন সোহান(২১) নামের কলেজ ছাত্র মারা গেছে। নিহত সোহান মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় মোটরসাইকেলের বাকী দুই আরোহী আহত হয়েছে। নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মঈন আহমদ এর ছেলে।
আজ শনিবার ৯ নভেম্বর,সকালে উপজেলার ধলাই নদীর চৈত্রঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনাটি ঘটে।
এ ঘটনায় তার সাথে থাকা অপর আহত দুজন তার আপন ছোট ভাই ও তার এক বন্ধু গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হামদান সোহান তার ছোট ভাই সহ বন্ধুকে নিয়ে তিনজন একই মোটরসাইকেল যোগে চৈত্রঘাট ব্রিজের কাছে পৌঁছালে, বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর